দুর্গাপূজায় ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

প্রতিবছর দুর্গাপূজায় ভারতে ইলিশ উপহার পাঠানো হলেও এবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে।

দেশের মানুষ ইলিশ পাবে না, আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। ’ এ সময় ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

মাংস আমদানির ব্যাপারে ফরিদা আখতার বলেন, ‘সরকার কোনো মাংস আমদানি করতে চাচ্ছে না। কারণ এ দেশে এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন-পালনের সঙ্গে জড়িত। প্রতিবছর কোরবানির ঈদে ২০-২৫ লাখ পশু অবিক্রীত থেকে যায়। এমন পরস্থিতিতে দাম বৃদ্ধির অজুহাত তুলে মাংস আমদানি করলে প্রথমে হয়তো কম দামে পাওয়া যাবে, কিন্তু মাংসের চাবিকাঠি চলে যেতে পারে অন্য দেশের কাছে। ’ উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন...

  • ইলিশ
  • দুর্গাপূজা
  • ফরিদা আখতার
  • ভারতে ইলিশ উপহার
  • মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়