দুর্ঘটনা এড়াতে সকল ড্রাইভারের মেডিক্যাল চেকআপের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস

লেখক: সাব এডিটর
প্রকাশ: ২ years ago

২৪ জুলাই ২০২৩ খ্রিঃ সকাল ১০-৩১ ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক এলাকার ফকির অ্যাপারেলস-এ অগ্নিদুর্ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে ড্রাইভার মোঃ জাহাঙ্গীর হোসেনের চালনায় দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি। গাড়িটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে চালক জাহাঙ্গীর হোসেন (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যাত্রিবাহী বাসকে ধাক্কা দিলে একজন পথচারীও নির্মম মৃত্যুর শিকার হন। এতে বেশ কয়েকজন আহত হন।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সকল গাড়ি চালকের মেডিক্যাল চেকআপের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন বলে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান শিকদার নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, অপারেশনাল কাজে গমনকালে গাড়ি চালনারত অবস্থায় মৃত্যুবরণকারী জাহাঙ্গীর হোসেন ১৯৯৪ সালে গাড়ি চালক হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যোগদান করেন। তাঁর নিজ জেলা কুমিল্লা। তিনি ২ মেয়ে ১ ছেলের জনক ছিলেন। ময়নাতদন্ত শেষে অকালপ্রয়াত ড্রাইভার জাহাঙ্গীর হোসেনের মরদেহ তাঁর কর্মস্থল হাজিগঞ্জে জানাজা শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়ার প্রস্তুতি চলছে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

সংবাদটি শেয়ার করুন...