বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে যখন উত্তাল সারাদেশ তখনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন বলে সূত্র জানায়।
শেখ হাসিনার দেশ ত্যাগ এবং জাতির অধিকার আদায়ের আনন্দঘন মুহুর্তে সারাদেশ ব্যাপী যখন আনন্দের জোয়ার তখনি কিছুটা হতাশা এবং ভারাক্রান্ত ছিলো বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দলের নেতাকর্মীগণ। কারাগারে থাকায় পার্থকে এমন আনন্দঘন মুহুর্তে পাশে না থাকায় অল্পসময়ের ভিতর তার মুক্তির দাবি জানান কর্মী এবং ভক্তরা।
এর আগে গত (২৫ জুলাই) বৃহস্পতিবার বিকেলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এর সূত্র ধরে আন্দালিব রহমান পার্থকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাশে থেকে ছাত্রদের অধিকার আদায়ে তাদের কে উৎসাহ এবং সাহস যুগিয়েছেন তিনি। আজ ৫ আগষ্ট সমস্ত জাতির আনন্দ উল্লাসে পার্থের অনুপস্থিতিতে অনেকটায় আনন্দবিমূখ তার ভক্তকূল এবং পরিবার-পরিজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘিরে যাদের কে আসামী করে মামলা করা হয় এবং পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয় তাদের অনেককেই ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু আন্দালিব রহমান পার্থকে ছাড়ার বিষয়ে পুলিশ প্রশাসন কোনো প্রকার পদক্ষেপ নেয়নি।
এমতাবস্থায় পার্থেকে কারা মুক্তির জোড় দাবি জানিয়েছেন তার পরিবার এবং দলের নেতাকর্মীগণ।