দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি: মির্জা ফখরুল

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দিবে বলেও আশা করেন তিনি।

৭ নভেম্বর দলটির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে যৌথসভার আয়োজন করে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব এ প্রত্যাশা ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ।

নির্বাচনব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে তারা। ৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস প্রজন্মের সামনে তুলে ধরতে এবার ব্যাপকভাবে দিনটি পালন করবে বিএনপি। দিবসটি উপলক্ষ্যে ১০ দিনের কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। ৬ তারিখ সকালে দলীয় কার্যালয়সহ সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, অঙ্গ সংগঠনের আলোচনা সভা, জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন, ক্রোড়পত্র প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে সকল ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ। তাই ৭ই নভেম্বরের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করবে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন...

  • গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা
  • ণতন্ত্র প্রতিষ্ঠা
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর