দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলী জিন্নাহ রাজিব’র বিরুদ্ধে মিথ্যা ও ষরযন্ত্রমূলক মামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ভোলা জেলা রির্পোটাস ইউনিটির সাংবাদিকরা। রোববার ভোলা জেলা শহরের সদর রোডে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অনলাইন এডিটরস কাউন্সিলের যুগ্ম সম্পাদক ও দৈনিক সমকন্ঠ প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মোঃ আল আমিন শাহরিয়ার। এই মিথ্যা মামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান রির্পোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ও সংবাদ প্রতিনিধি আঃ সহীদ তালুকদার, দৈনিক যায়যায় দিন পত্রিকার স্টাফ রির্পোটার নূরে আলম ফয়েজ, যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার এইচ এম জাকির,অচিন্ত্য কুমার মজুমদার ডিবিসি জেলা প্রতিনিধি,সাংবাদিক শিমুল চৌধুরি, আনন্দ টেলিভিশন প্রতিনিধি কাজী জামাল, বিজয় টিভি প্রতিনিধি শেখ লিটন, বাংলা টিভি প্রতিনিধি সাংবাদিক জুয়েল শাহা, দৈনিক স্বাধীন প্রতিনিধি ও দৈনিক প্রথম কন্ঠ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান সহ প্রমুখ। সভায় সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিবের বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা ও ষরযন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক মহল।