নিজস্ব প্রতিবেদকঃ নদীগর্ভে বিলীন হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার সাতগিরি খামার পাড়া, উজান থেকে নেমে আসা পানি কমতে থাকায় প্রতিনিয়িত ভাঙ্গছে।সাতগিরির খামার পাড়া। ১০০-১৫০ পরিবারের বসবাস সেখানে। ক্ষেত- খামার,ফসলি জমি নদীর গর্ভে বিলীন হচ্ছে।" স্থানীয়রা বলে নদী অনেক দূরে ছিল ভাঙ্গতে ভাঙ্গতে আজ গ্রামে এসে পড়েছে,দুই বছর থেকে নদী ভাঙ্গছে কিন্তু কোন জনপ্রতিনিধি খোঁজ খবর নেয়নি বলে তারা তীব্র ক্ষোভ জানান গণ-আত্মহত্যা, অনশন করার কঠিন হুশিয়ারি দেন এলাকাবাসী। তারা নদীর বাঁক পরিবর্তন চায়, নদী ভাঙ্গন হতে রক্ষা পেতে চায়।স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মেহেদী, নদী বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সুন্দরগঞ্জের আহ্বায়ক সাদেকুল ইসলাম দুলাল, বৈদ্যুতিক সেচ মটর মালিক সমিতির সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক বাবু নরেশ চন্দ্র সরকার, বন্ধু মটরর্স এর স্বত্বাধিকারী আব্দুল জব্বার, কবি ফাইয়াজ ইসলাম ফাহিম, বিশিষ্ট মহিলা নেত্রী সালমা বেগম সহ প্রমুখ।
বক্তারা বলেন, ডিসি মহোদয় সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন, এমপি যেন বিষয়টা নজরে রাখেন সাতগিরি খামারপাড়া মানুষের পাশে যেন তারা থাকেন। নদী ভাঙ্গনের রোধে প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশাবাদী। অন্যথায় রাজপথে নেমে আন্দোলন করবে বলে বক্তারা জানান...