নরসিংদীতে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল 

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

 নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীতে বিভিন্ন পরিচয়ে দাপিয়ে চলছে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল সাংবাদিক,রাজনৈতিক নেতা কর্মী, ডাক্তার ও নামে বেনামে  বিভিন্ন পেশার মানুষ নিয়ম নিতির তোয়াক্কা না করেই চলছে এসব নিবন্ধনহীন  মোটরসাইকেল। জেলার প্রায় সব উপজেলায় লক্ষনীয় ভাবে নির্বিণ্ণে চলছে । কিছু সময় পুলিশের অভিযানে সাময়িক জরিমানা দিয়ে পার পেয়ে যান আবার কেউ কেউ চলেন রাজনৈতিক দাপটে এসব মোটরসাইকেল দিয়ে সংগঠিত হয় অপরাধ ইভটিজিং ও ছিনতায়ের মতো ঘটনাও।
 বেপরোয়া গতিতে ও উশৃঙ্খল চালনায় প্রান যায় অনেকের বিআরটিএ’র হিসেবে প্রতিদিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় কমপক্ষে ৩০ জন। এ হিসাবে বছরে নিহতের সংখ্যা দাঁড়ায় প্রায় ১০ হাজার ৮০০ জন।
বিশ্বব্যাংকের হিসাবে সড়ক দুর্ঘটনায় বছরে নিহত হয় ১২ হাজার। আর বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাবে সড়ক দুর্ঘটনায় বছরে নিহতের সংখ্যা ২০ হাজার। বুয়েটের তথ্য অনুযায়ী, দেশে ৫০ শতাংশ দুর্ঘটনা ঘটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আর ১৫ শতাংশ দুর্ঘটনা ঘটে বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের জন্য। মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে বাস বা অন্যান্য যানবাহনের সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মোটরসাইকেল আরোহীরা।

জানা গেছে, মোটরসাইকেলে সাধারণত একজন মাত্র যাত্রী বহনের কথা আইনে উল্লেখ রয়েছে। কোনো কারনে দুজন আরোহী হলে শর্ত দেয়া আছে ,সে ক্ষেত্রে দুইজনকেই মাথায় হেলমেট পড়তে হবে। নরসিংদীতে দু,জন তো দূরে থাক একজনও হেলমেট ব্যবহারকারী পাওয়া যায় খুব কম বেশিরভাগ ক্ষেত্রেই  হেলমেট ব্যবহার করতে দেখা যায় না।

আর তিনজন ওঠা বে-আইনী হলেও এ চিত্র যেন চোখে পড়ার মতো । বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের অনেকেই পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে চলাচল করে। দেখা যায়, মোটরসাইকেলের সামনে এক সন্তান আবার মায়ের কোলে অন্যজন বসে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে পুরো পরিবারকে নিয়ে এমন আনন্দযাত্রা নিমিষেই শোকযাত্রায় পরিণত হতে পারে।
মোটরসাইকেল নিয়ে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, মহাসড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যানবাহন মোটরসাইকেল। দুই চাকার এ বাহন দুর্ঘটনার কবলে পড়লে চালক বা আরোহীর অনেক সময় উভয়েরই মারাত্মক অঙ্গহানির ঘটনা ঘটতে পারে। কাজেই মোটরসাইকেল চালনোর সময় সবার আগে আরোহীকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে কঠোরভাবে জরিমানা করা, লাইসেন্স বাতিল করাসহ কঠোর শাস্তির বিধান করতে হবে।

সংবাদটি শেয়ার করুন...