মাহবুব সৈয়দঃ করোনা নামক ভাইরাসটি পৃথিবীতে দিন যতো যাচ্ছে দিনের সাথে পাল্লা দিয়ে মহামারি আকার ধারন করছে। নরসিংদী পলাশ উপজেলাতে ডাঙ্গা ইউনিয়নে করোনা রোগী সনাক্ত করা হয়েছে।
বিষয়টি নরসিংদী সিভিল সার্জন নিশ্চিত করেন। সনাক্তকারী রোগী নারায়নগঞ্জ একটি মসজিদে ঈমামতির দায়িত্ব পালন করতেন বলে জানা যায় এবং নারায়নগঞ্জ থেকেই কারো স্পর্শে আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা যাচ্ছে। ডাঙ্গা এলাকা জরুরী ভিত্তিতে লগডাউন করারও দাবী রাখেন এলাকাবাসী।