
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটের বাকি আর মাত্র এক দিন। এ ধাপে ২১ মে দেশের ৬৩ জেলার ১৫৭ উপজেলায় ভোটের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে এ পর্যায়ে শেষ মূহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা।
বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কর্মী-সমর্থকদের নিয়ে তারা ভোটের প্রচার চালাচ্ছেন। নির্বাচনি আইন অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। সেই হিসাব অনুযায়ী রবিবার (২০ মে) মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের সব ধরনের প্রচার।
নির্বাচন উপলক্ষে ভোটের দিন (২১ মে) সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও এ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনসহ নানা ঘটনায় ইসিতে ২ শতাধিত অভিযোগ জমা পড়েছে।
প্রার্থীদের অভিযোগ ও ভোটের প্রস্তুতি নিয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘নির্বাচনে অভিযোগ-পাল্টা অভিযোগ থাকবেই। আমাদের কাছে আসা সব অভিযোগের তদন্ত করা হয়েছে, হচ্ছে।
কোথাও কোথাও ব্যবস্থা নিচ্ছি। আচরণবিধি ভঙ্গ ও অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে অনেক প্রার্থী ও এমপিকে শোকজ করা হয়েছে, একজনের প্রার্থিতা বাতিলও করা হয়েছে। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রথমে ১৬০ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়। পরে চট্টগ্রামের রাউজান, বান্দরবানের রুমা ও কুমিল্লার আদর্শনগর উপজেলার নির্বাচন স্থগিত করে ইসি। পরে ১৫৭ উপজেলায় প্রথমে মনোনয়নপত্র জমা দেন ২ হাজার ৫৫ জন। তাদের মধ্য থেকে ১৭৭ জন প্রার্থিতা প্রত্যাহার করায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৮২৮ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৯ জন প্রার্থী রয়েছেন।
