তোমাকে ভালবাসি বলে -
শোষনমুক্ত দেশের স্বপ্ন জাগে।
তোমাকে ভালবাসি বলে -
নানান মতামতকে করি বিশ্লেষণ।
তোমাকে ভালবাসি বলে -
দুখীদের তরে মন কাঁদে।
তোমাকে ভালবাসি বলে -
দূর্নীতির বিরুদ্ধে থাকি সদা সোচ্চার।
তোমাকে ভালবাসি বলে -
শিকড়কে ধরে রাখি আকঁড়ে।
তোমাকে ভালবাসি বলে -
সাম্যের গানে মোহিত হয় ।
তোমাকে ভালবাসি বলে -
অসাম্প্রদায়িক চেতনায় জাগরত থাকি ।
তোমাকে ভালবাসি বলে -
সাদাসিধের জীবন নিয়েছি বেছে ।
তোমাকে ভালবাসি বলে -
রাজনীতির ভাবনা আসে মনে ।
তোমাকে ভালবাসি বলে -
তোমারই বানী শ্রুতিমধুর লাগে ।
তোমাকে ভালবাসি বলে -
ক্ষমতার অপব্যবহার পরিলক্ষনে আত্না হয় ব্যথিত ।
তোমাকে ভালবাসি বলে -
সৎ ও সততার ভজন মন্রে হই মুগ্ধ ।
তোমাকে ভালবাসি বলে -
নিজেকে উৎসর্গ করিতে চাই মানবতার কল্যানে।
তোমাকে ভালবাসি বলে -
লাল সবুজের কাফনে কবরে শুতে চাই
তোমাকে ভালবাসি বলে -
এক বাক্যে বলিতে চাই,
এক দেশ, এক জাতি, এক নেতা,
বঙ্গবন্ধু তুমি, আমাদের জাতির পিতা।