১৮ বছরের পুরানো সংসারের মায়া ত্যাগ করে ১৩ বছরের সন্তান রেখে নতুন সংসারে আবদ্ধ শিমুলী ইসলাম নিলু!

তদন্ত চিত্রের অনলাইন ভার্সনে গত কাল “দুই তথা-কথিত সাংবাদিক আমান নিলু’র অপকর্ম পর্ব-২” শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার ভিতরে তথা-কথিত সাংবাদিক নামধারী শেমুলি ইসলাম নিলুকে “পতিতা” শব্দটি টাইপিং মিসটেক। উক্ত শব্দটির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। যেহেতু “পতিতা“ শব্দটি সংবাদপত্রের নীতিমালা বর্হিভূত সেহেতু উক্ত শব্দটি ব্যবহার অমার্জিনীয় এবং সংবাদ পত্রের আইন পরিপন্থি তাই শুধুমাত্র উক্ত “পতিতা” শব্দটির জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা পরবর্তিতে এ ধরনের শব্দ থেকে বিরত থাকবো। এই শব্দ ছাড়া সংবাদের বাকী সব অংশ তথ্যবহুল। এই দুই তথা-কথিত সাংবাদিক আমান ও নিলু’র অপকর্মের সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করবে তদন্ত চিত্রের একঝাঁক তরুন অনুসন্ধানী সাংবাদিক। তাদের অপকর্ম নিয়ে ইতিমধ্যে রাজধানীসহ তাদের স্ব স্ব জন্ম স্থান থেকে গুরুত্বপূর্ন তথ্য আমাদের অনুসন্ধানী সাংবাদিকদের কাছে আসা শুরু হয়েছে। পরিপূর্ন সকল তথ্য নিয়ে শীগ্রই তৃতীয় পর্ব প্রকাশ করা হবে। এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন নেতাসহ বিভিন্ন মানুষের কাছে কথিত সাংবাদিক পরিচয়দানকারী শেমুলি ইসলাম নিলু অত্র পত্রিকার সম্পাদক এর বিরুদ্ধে বিভিন্ন মামলা করার হুমকি দিয়ে আসছে।
চাঁদাবাজি :
১/ কাদের কবিরাজ কাছ থেকে ২৬০০০ টাকা
২/ হাছান নামক এক ব্যবসায়ীর কাছ থেকে ৭ লক্ষ টাকা
৩/ মিরপুর বিআরটিএ হতে কামাল এর কাছ থেকে ৫০০০০ টাকা
৪/ মাষ্টার পারা বাড়ী থেকে চাঁদা দাবী করেন দশ লক্ষ টাকা
৫/ আজমপুর রুচি রেস্তরায় চাঁদাবাজীর এক লক্ষ বিশ হাজার টাকা ফেরত দেন তমিজউদ্দীন সরকারকে।
৬/ নবী হোসেন ভুঞা (বাবুল) কাছ থেকে ত্রিশ হাজার টাকা নেন।
৭/ তার মাদক র্স্পট মোট ১৪ টি
৮/ টঙ্গী গাজীপুর সহ মোট ৪০ স্থানে মেয়ে সাপ্লাই দিয়ে থাকেন।
৯/ মানবপাচার চক্রের মাধ্যমে মিয়ানমার মেয়ে পাচার করে থাকেন।
১০/ তার বাসায় ইয়াবার ডাইচ রয়েছে। আরো বিস্তারিত আসছে, চোঁখ রাখুন নিয়মিত তদন্ত চিত্রে।
প্রিয় পাঠক আপনার কাছেও যদি এই দুই তথা-কথিত সাংবাদিক আমান ও নিলু’র অপকর্মের তথ্য প্রমান থাকে আমাদেরকে জানাতে পারেন। প্রয়োজনে আপনার নাম ঠিকানা গোপন রাখা হবে। আপনার কাছের তথ্য প্রমান পোঠাতে পারেন আমাদের ইমেইলে।
