"আহসান হাবীব"
আমি ভাষাহীন, আমি নির্বাক
আমি হতভাগ্যা হতভাগ।
আমি অসহায়,আমি নিরুপায়,
আমি ভাগ্যহীন ,আমি বিস্বয়,
আমি পথহারা,আমি সর্বহারা।
আমি কাঙ্গাল,আমি দিশে হারা
আমি অবুঝ,আমি অপমানিত,
সাধ্যহীন আমি অবহেলিত
আমি দের্থহীন, আমি আশ্রয়হীন,
আমি সংশয়,আমি নিঃস্ব,
আমি স্বার্থহীন। আমি সমীক্ষায় ,
আমি থাকবো অপেক্ষায়।
আমি আছি প্রতিক্ষায় ।