পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসলে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধারে নামে। পরে ডুবরি দলের সদস্যরা তিন কিশোরের মরদেহ উদ্ধার করেন। এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেন নিখোঁজ কিশোরদের স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

সংবাদটি শেয়ার করুন...

  • কিশোরে মৃত্যু
  • পবা উপজেলা
  • শ্যামপুর বালুর ঘাট