শরীফুর রহমান বাহারঃ পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ২৮ মার্চ ২০১৯খ্রিঃ তারিখে পশ্চিমগাঁও কাজীপাড়া কাদেরীয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসা এক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওলানা মোঃ রবিউল হোসেন হেলালী এর পরিচালানায় উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন পীরে তরীকত আল্লামা আলহাজ্ব আবদুল বারী জেহাদী নকশবন্দী, মুজাদ্দেদী সাহেব, ইরুবাইন দরবার শরীফ লাকসাম। ইসলামী সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ক্বারী শায়ের মাওঃ মুহাম্মদ তারেক আবেদীন ক্বাদেরী, চট্টগ্রাম, বাংলার ওয়াইল খ্যাত শায়ের মাওঃ মুহাম্মদ জয়নুর আবেদীন ক্বাদেরী, চট্টগ্রাম। আমন্ত্রীত মেহমান আলহাজ্ব মুফতী এম.এ আবু তাহের সাহেব, মাও. নুরুল আফছার ফারুকী সাহেব, মো. আবু তাহের সাহেব। আলহাজ্ব মোঃ সেলিম মীর এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবুল খায়ের, মেয়র লাকসাম পৌরসভা, বিশেষ অতিথি জনাব, আলহাজ্ব শাহ আলম কাউন্সিলর ৫নং ওয়ার্ড, আলহাজ্ব মীর আবু বকর, চেয়ারম্যান লাকসাম ফেয়ার ফিস লিমিটেড, উপদেষ্টা জনাব শাহবুদ্দিন সর্দার, মক্রম আলী, সর্দার, মোঃ আবু ইউসুফ, আলহাজ্ব আবুল কালাম আজাদ, আলহাজ্ব আঃ মান্নান, সাংবাদিক শরীফুর রহমান বাহার, খোরশেদ আলম, মোঃ মোস্তফা মিয়া ফোরম্যান ওমান টাওয়ার, ডা. এইচএম মাসুদুর রহমান, সভাপতি যুবসেনা লাকসাম উপজেলা, মাও. মোঃ ইসমাইল হোসেন শেখ সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রমুখ।