বরিশালে ৫ বছরে শত কোটি টাকার মালিক শারমিন-জিহাদ

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

স্টাফ রিপোর্টারঃ বরিশাল সদরের কাঠপট্টি শেয়শ্রী বাই সারমিন নামে বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যাবসা, মাদক সিন্ডিকেট এবং দেশি কসমেটিকস এর গায়ে বিদেশি নামি দামি প্রতিষ্ঠানের পন্যার নামে  লেভেল বসিয়ে ৫ বছরে হয়েছেন শতকোটি টাকার মালিক।

বরিশাল সদরের কাঠপট্টি এলাকায় তাদের অপরাধ সম্রাজ্য প্রশাসনের নাকের ডগায় পরিচালিত হলেও বেশ কিছু অজানা কারনে জিহাদ / শারমিন দম্পতি রয়েছেন ধরা- ছোঁয়ার বাহিরে।
তাদের এই অপরাধ সম্রাজ্য এবং ৫ বছরে শত কোটি টাকার মালিক বলে যাওয়ার বিষয়ে দৈনিক নতুন কাগজ পত্রিকা থেকে সাংবাদিক পরিচয়ে ফোন দিয়ে জানতে চাইলে শারমিনের স্বামী জিহাদ সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন তোদের মতো সাংবাদিক আমার পকেটে থাকে, আমি নিজেই সাংবাদিক তৈরি করি,বরিশালের এস পি ডিসি ডিআইজি সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের লোক আমার বা*ল ফালাইতে পারেনাই, তারা আমার পকেটে থাকে, তোরা সাংবাদিকরা আমার পারলে বা*ল ছিরে নিস। এবং রাসেল নামের এক বাটপার নিজেকে বরিশাল জজ কোর্টের এ্যাডভোকেট পরিচয় দিয়ে ০১৭৫৯-৩৭৭৯৯৩ এই নাম্বার থেকে ফোন দিয়েছে দৈনিক নতুন কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম হাকিম কে গালিগালাজ করেন,এবং তাদের নামে সংবাদ প্রকাশ করলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া সহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
রাসেলের ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় রাসেল কোর্টে ইলেক্টেশিয়ান হিসেবে কাজ করেন, তিনি কবে এ্যাডভোকেট হয়েছেন এ বিষয়ে কেউ জানেনা, তার বিষয়ে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি /সাধারণ সম্পাদকের সাথে কথা বলে জানা যায় রাসেল নামে কোন এ্যাডভোকেট নেই, যদি কেউ নিজেকে এ্যাডভোকেট পরিচয় দিয়ে অপকর্মে লিপ্ত হয় তার দ্বায় ভার তাকেই গ্রহণ করতে হবে।

৫ বছর আগে নুন আনতে পান্থা ফুরানো ব্যক্তির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন খোঁদ বরিশাল বাসি,

নাম গোপন রাখার স্বার্থে পার্লারে কাজ করা৷ সাবেক ২ কর্মচারীর কাছ থেকে জানা যায় তাদের দেহ ব্যবসা করতে প্রস্তাব দিলে তারা পার্লারের কাজ পর্যায় ক্রমে ছেড়ে দেন, এবং তাদের কথা মতো পন্যার ল্যাভেল লাগানোর কাজে অনিহা প্রকাশ করলে এক কর্মচারীকে চাকুরী ছাড়তে বাধ্য করেছেন বলে জানা যায়।
বেশ কয়েকমাস আগে তাদের অনিয়মের বিষয়ে ভ্যাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করে ওয়ার্নিং দিলেও তারা সংশোধন না হয়ে উল্টো আরো বেপরোয়া হয়ে পরেছেন।
পার্লারের আড়ালে দেহ ব্যবসা, কসমেটিক পণ্যর ল্যাভেল জালিয়াতি এবং সরকারের কর ফাঁকি দিয়ে গড়েছেন শতকোটি টাকার সম্পদের পাহার, বরিশাল সদরের কাঠপট্টি শ্রয়শ্রী বাই সারমিন নামে বিউটি পার্লার যা এডভান্স করেছেন ৫০ লক্ষ টাকা।
পার্লারের নিচে রয়েছে কসমেটিকস আউটলেট, যা করতে সে সময়ে ডেকোরেশন ব্যায় করেছেন ৫০ লক্ষ টাকা
ব্রাউন কম্পাউন রোডে রয়েছে ১ টি ফ্লাট,যা ৬৫ লক্ষ টাকা নিয়ে ক্রয় করেছেন।
কাশিপুরের ক্রয় করেছেন জমি যার আনুমানিক বাজার মূল ১ কোটি টাকা,
অক্সপোর্ট মিশন রোডের বিপরিত সাইডে ফ্ল্যাট ক্রয় করেছেন ৬৫ লক্ষ টাকা নিয়ে।
কালো কালারের পেরাডো গাড়ী যার বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।
প্রডাক্টসের মূল্য উঠিয়ে নতুন মূল্য নির্ধারন,
গোপনীয় ভাবে এক্সপার ডেট নতুন করে দিয়ে তা নতুন বলে মার্কেটে সেল করা।
লাইফ স্টাইল নামে রয়েছে লেডিস শো রুম। চকবাজারের পণ্য দোকানে নিয়ে নিজস্ব পণ্য বলে চরা দামে বিক্রি।
তার নিকটস্থ বিশ্বস্থ সুত্র থেকে আরো জানা যায় জিহাদ/ শারমিন দম্পতি স্বর্ণ ক্রয় করে রেখেছে ৫০ ভরি, যার বাজার মুল্য প্রায় ১ কোটি টাকা। এবং দেশের বিভিন্ন জায়গাতে গড়ে তুলেছেন নামে – বেনামে প্লট ফ্ল্যাট জমি সহ বিভিন্ন ব্যাংকে এফডিআর সঞ্চয়পত্র যার অনুসন্ধান মূলক বিস্তারিত দেখতে চোখ রাখুন আগামী পর্বে

সংবাদটি শেয়ার করুন...