দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি অদায়ে ডাকা অসহযোগ আন্দোলন এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে অগ্নিগর্ভ দেশ।
বিভিন্ন স্থানে হামলা-আগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন স্থাপনা ও গাড়িতে। আন্দোলকারী-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে সারাদেশে এখন পর্যন্ত রাজধানী ঢাকায় ১, মুন্সিগঞ্জে ৪, পাবনায় ৩, রংপুরে ৩, মাগুরায় ৩, কিশোরগঞ্জে ৩, বগুড়ায় ২, কুমিল্লায় ২, সিলেটে ১, ভোলায় ১, জয়পুরহাটে ১, বরিশালে ১ ও ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪ জন নিহত হয়েছেন।