প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২০, ১২:০৫ অপরাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিলেন হক ন্যাশনাল ক্লিনিক এর মালিক!
সম্প্রতি তদন্ত চিত্রের অনলাইনে ভার্সনে “ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সম্পাদকের লাগামহীন কান্ড!” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হক ন্যাশনাল ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক। তার প্রতিবাদ লিপি হুবহুব তুলে ধরা হলঃ-
আমি নিম্মস্বাক্ষরকারী মোঃ মোজাম্মেল হক (৬৫), পিতা-মৃত মুন্সী মর্ওুজ আলী গ্রাম ও ডাকঘর- হেমনগর, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল হলফ র্পূবক ঘোষনা করিতেছি যে, হেমনগর হক ন্যাশনাল ক্লিনিকের সামনের ফুলের বাগান ভাংগার ঘটনায় গোপালপুরের সহকারী কমিশনার ভূমি মহোদয় এবং হেমনগর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব রওশান খান আইয়ুবকে কেন্দ্র করে অনলাইন পত্রিকায় যে নেক্কার জনক সংবাদ প্রকাশ করা হইয়াছে তাহা সত্যই অমানবিক, দূঃখজন ও রাষ্ট্র্রের পদস্থ্য কর্মকর্তাদের সামাজিক মর্যাদায় চরম আঘাত হানিয়াছে।
আমাকে কেন্দ্র করে অপ্রত্যাশিত ভাবে এহেন নেক্কার জনক সংবাদ প্রচার করায় আমি আন্তরিক ভাবে লজ্জিত, দূঃখীত ও গোপালপুরের সহকারী কমিশনার ভূমি মহোদয় সমীমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করিতেছি। সেইসাথে আমি হেমনগর ইউনিয়নের অবিভাবক ও স¦নামধন্য চেয়ারম্যান জনাব রওশান খান আইয়ুবকে অপ্রত্যাশিত ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনার জন্য অনুরোধ করিতেছি এবং ন্যায় বিচারের আসন থেকে বংগ বন্ধুর আদর্শ নিয়ে জীবন চলার পথে আমাদেরকে সকল ভাল কাজে দিক নির্দেশনা প্রদানের করজোর প্রার্থনা করিতেছি।
একই সাথে আমি সে¦চ্ছায় স্বীকার করিতেছি যে বিগত ২৭/৪/২০ ইং তারিখে আমার ক্লিনিকের সামনের বাগানটি ভাংগার পর বিবিধ সংবাদ কর্মিরা হেমনগরে আমাকেসহ অনেককে ফোন করেন। আমি আমার ফোন সাক্ষাৎকারে ১০০% ভাগ সত্য তথ্য প্রদান করিয়াছি। আমি কাউকে সামাজিক বা মানষিকভাবে আঘাত করার জন্য কিছু বলি নাই।
সংবাদিক ভাইবোনদের নিকট অন্য কে কি বলেছে তাহা আমার জানা নাই এবং তাহাদের প্রতি আমার কোন অভিযোগ নাই। পরিশেষে আমি “বঙ্গন্ধুর সোনার বাংলায় চাঁদাবাজদের স্থান নাই’’ “রাজাকারেরা নিপাত যাও’’ “যুদ্ধ অপরাধীদের বিচার চাই ’’ শ্লোগানে দেশের সকল মিডিয়া কর্মী ভাই বোনদেরকে আমার সাথে একমত প্রকাশের জন্য সবিনয় অনুরোধ করিতেছি।
যুক্তি তর্কের সর্ব শেষ
বঙ্গবন্ধুর বাংলাদেশ
আমি আমার উপরোক্ত বক্তব্য ও স্বীকারক্তি দেশের সকল মিডিয়ার ভাইদেরকে অনলাইন পত্রিকায় প্রকাশের জন্য সবিনয় অনুরোধ করিতেছি।
Copyright © 2025 TadantaChitra.Com. All rights reserved.