
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে আলেম ওলামা ও তাওহীদি জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এদিন দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হন তাওহীদি জনতা।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে পত্রিকা দুটির বিরুদ্ধে নানা শ্লোগান দেন তারা। বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ হিসেবে উল্লেখ করেন।
এরপর বিক্ষোভ মিছিল নিয়ে কুমারপাড়া এলাকায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে জড়ো হয় তাওহীদি জনতা। এ সময় প্রথম আলোর সাইনবোর্ড খুলে ভেঙে ফেলেন তারা। পরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেয়া হয়।
তবে প্রথম আলোর রাজশাহী অফিস তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ সদস্যরা।
