প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি অলির

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের অলি আহমেদ বলেন,

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি। প্রশাসনে বদলি নয়, চিহ্নিত দুর্নীতিবাজদের আটক করে বিচারের মুখোমুখি করার কথাও বলেছি। তিনি বলেন, এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা। যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, শাস্তি দিতে হবে।

অলি আহমেদ বলেন, পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সংসদ নির্বাচন-এগুলোর একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করার কথা বলেছি। ৬ মাস পরও হতে পারে, ৯ মাস পরও হতে পারে, নির্বাচন তো হতে হবে। তবে সংস্কারের আগে নির্বাচন বাঞ্ছনীয় নয়। তবে উনারা যদি বেশি সময় নেন, উনাদের পক্ষে সরকার চালানোও সম্ভব হবে না, বলেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন...

  • অলি আহমেদ
  • আওয়ামী লীগ
  • নিষিদ্ধের দাবি
  • লিবারেল ডেমোক্রেটিক পার্টি