মোঃ শাহীন কাদেরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য ও বন্ধুজনের প্রধান সমন্বয়ক।
ভোলা সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোহাম্মদ আসিফ আলতাফ। বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে ফাতেমার বাড়িতে উপস্থিত হয়ে ফাতেমার মা ও মেয়ের কাছে নগদ অর্থ তুলে দেন বিএনপির এ নেতা।
বিএনপি নেতা মোহাম্মদ আসিফ আলতাফ বলেন, ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন এর কিছু ব্যক্তি আমাকে অবহিত করেন ফাতেমার পরিবার বেশ কিছুদিন ধরে আর্থিক সমস্যায় রয়েছে। তাই আমার পক্ষ থেকে এ মানবিক সাহায্য।
এসময় ভোলা সদর উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ রাসেল মাহমুদ সহ কাচিয়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।