বশেমুরবিপ্রবিতে শিক্ষক সমিতি নির্বাচনে চলতি ভিসি পন্থী শিক্ষকদের প্যানেলসহ ভরাডুবি

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ years ago
বশেমুরবিপ্রবিতে শিক্ষক সমিতি নির্বাচনে চলতি ভিসি পন্থী শিক্ষকদের প্যানেলসহ ভরাডুবি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকদের সংগঠন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ প্যানেল সম্পূর্ণ জয় লাভ করেছে।অপরদিকে ভিসিপন্থী শিক্ষক প্যানেলের প্যানেলসহ ভরাডুবি ঘটেছে।

মঙ্গবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডরমিটরিতে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর তিনটা পর্যন্ত চলে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর ভোট গ্রহণ।

ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. দীপঙ্কর কুমার ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে ড. হাসিবুর রহমান ১৩০ এবং সাধারণ সম্পাদক পদে মো. রাকিবুল ইসলা ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ী হলেন, ড. বশির উদ্দিন (সহ-সভাপতি, ১১৩ ভোট); মোঃ মুরাদ হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক, ১২৬ ভোট); ড. মাহবুব হাসান (কোষাধ্যক্ষ, ১৩৬ ভোট); শামসুল আরেফীন ( প্রচার সম্পাদক, ১০১ ভোট)।

সংবাদটি শেয়ার করুন...

  • বশেমুরবিপ্রবিতে শিক্ষক সমিতি নির্বাচনে চলতি ভিসি পন্থী শিক্ষকদের প্যানেলসহ ভরাডুবি