
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইট পর্বের ম্যাচে বাংলাদেশকে খুব সহজেই হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বাংলাদেশ ডিএলএস (বৃষ্টি আইনে) পদ্ধতিতে ২৮ রানে হেরে গিয়েছে।
এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের দুর্বলতা একে একে বের হতে থাকে। গ্রুপ পর্ব থেকে তুলনামূলক ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশের ব্যাটাররা একেবারেই স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেননি। টপ অর্ডার ও মিডল অর্ডার এই উইকেটে খুবই ধীরগতির ব্যাট করেছে।
বাংলাদেশের বিপক্ষে জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টানা অষ্টম জয়। এবারের আসরের ৫টি ম্যাচেই জিতেছে মিচেল মার্শ বাহিনী। ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার আসরে প্রথম ম্যাচে হেরে পরের ৩টিতেই জিতেছিল তারা, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টির কারণে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে টানা দ্বিতীয় সর্বোচ্চ জয় আছে ইংল্যান্ড ও ভারতের। ২০১০ সালের আসর থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৭ ম্যাচ জিতেছিল ইংল্যান্ড, ২০১২ বিশ্বকাপ থেকে ২০১৪ পর্যন্ত ভারতও জিতেছিল সমানসংখ্যক ম্যাচ। তাদের মধ্যে অমিল হলো- ইংল্যান্ড ২০১০-এ চ্যাম্পিয়ন হলেও ভারত ওই সময়ে ট্রফি জিততে পারেনি। বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ টানা ৬টি করে জয় আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ভারতের।
