
এইচ এম হাকিমঃ আওয়ামী লীগ সরকারের পালা বদলের পর সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষে আসন্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সকল দলের প্রার্থীরা মাঠ গুছাতে সক্রিয় হয়ে উঠেছে।
সারা দেশের ন্যায় বাগেরহাট-১ আসনে মাঠ গোছাতে ব্যস্থ সময় পার করছেন বাগেরহাট আইনজীবী সমিতির বারংবার নির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য বারংবার কারা বরণ কারী বিএনপি নেতা শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
বাগেরহাট জেলা বিএনপি সহ তৃনমুল পর্যায়ের নেতা কর্মিদের মাঝে দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষে নির্লস ভাবে ভূমিকা পালন করে চলেছেন শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
বাগেরহাট -১ ফকিরহাট,মোল্যাহাট, চিতলমারী উপজেলা বিএনপির নেতা কর্মি সহ সাধারণ মানুষের মাঝে দল মত নির্বিশেষে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে সকল শ্রেণী পেশার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে খেতাব অর্জন করতে সক্ষম হয়েছেন শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
তার রাজনৈতিক দির্ঘ ক্যারিয়ারে বিএনপির জন্য ত্যাগ শিকার, এবং এলাকায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করার কারনে এবারের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে শেখ ওয়াহিদুজ্জামান দিপুকে বিএনপি হতে মনোনয়ন দেওয়ার জন্য দাবী জানিয়েছেন বাগেরহাট-১ আসন বাসি, যদি এবারো শেখ ওয়াহিদুজ্জামান দিপুকে বিএনপি হতে মনোনয়ন দেওয়া হয়, তা হলে তাকে বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত করে বিএনপিকে বাগেরহাট -১ আসন উপহার দেবেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ফকিরহাট উপজেলার আব্দুর রাজ্জাক নামের এক মৎস চাষি জানিয়েছেন শেখ ওয়াহিদুজ্জামান দিপু ভাই আমাদের এলাকার সন্তান বিগত দিন গুলোতে কেউ বিপদে পড়লে তার কাছে গেলে তিনি কেউকে খালি হাতে ফেরৎ দিয়েছে এই নজির খুব কম আছে।তিনি দল মত নির্বিশেষে মানব সেবায় কাজ করে চলেছেন।
এ বিষয়ে চিতলমারী উপজেলার কৃষক আব্দুর রহিম বলেন দিপু ভাই সব সময় বাগেরহাট বাসীর স্বার্থ রক্ষার্থে রাজনীতি করেন, তিনি অন্য রাজনৈতিক নেতাদের মতো নয়, তার কাছ থেকে সকল প্রকার আইনি সুযোগ সুবিধা বিনা মূল্যতে ভোগ করা যায়, তিনি যদি বিএনপি হতে মনোনয়ন পান জনগন তাকে বিপুল সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করবে,২০০৮ সালে তিনি শেখ হাসিনার বিপক্ষে বিএনপি হতে প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পেয়েছে, জুলুম কারি হাসিনার পতন হয়েছে,ঐ সময়ে দিপু ভাই শেখ পরিবারের অনেক নির্যাতন সহয্য করেছেন, তাই বিএনপির জাতীয় পর্যায়ের নেতাদের কাছে দাবী একটাই এবারো শেখ ওয়াহিদুজ্জামান দিপু ভাইকে বিএনপি হতে দলীয় মনোনয়ন দেওয়া হোক।
মোল্যাহাটের ছাত্রনেতা ফুরকান বলেন, শেখ ওয়াহিদুজ্জামান দিপু বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ে নেতা কর্মিদের নামে যতো মামলা হয়েছিলো সব তিনি নিজ খরছে মেকাবিলা করেছেন, এবং নেতা কর্মিদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন, এখনো নিচ্ছেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু ভাই আমাদের বাগেরহাট-১ আসনের এমপি হলে তিনি জনগনের জন্য আরো ভালে ভাবে কাজ করতে পারবেন বলে আশা করি।
ফকিরহাট মোল্যাহাট চিতলমারী উপজেলার বিএনপি সহ সহযোগী অংগ সংগঠনের নেতা কর্মিদের সাথে নিয়ে বাগেরহাট -১ আসনের নেতা কর্মিদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করে চলেছেন শেখ ওয়াহিদুজ্জামান দিপু,
বাগেরহাট -১ আসনের এলাকা বাসি দলের হাই কমন্ডের কাছে দাবী তুলেছেন শেখ ওয়াহিদুজ্জামান দিপুকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য,
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু কি পেতে পারেন বিএনপির দলীয় মনোনয়ন!!
