নিজস্ব প্রতিনিধিঃ ২০১৯-'২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণ ও উন্নয়নমুখী হিসেবে উল্লেখ করে এ বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে মেতে উঠেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
শনিবার (১৫ জুন) সকালে আনন্দ মিছিলটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এইসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক রাসেল মাহামুদ মান্না, জেলা যুবলীগের সহ-সভাপতি আদনান চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, সদর থানা ছাত্রলীগের আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান, যুগ্ম-আহবায়ক সোহাগ পাটোয়ারী, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃসৌরভ হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মোহন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, যুগ্ম-আহবায়ক রায়হান হোসেন তুষার, যুগ্ম-আহবায়ক আবু তালেব, যুগ্ম-আহবায়ক রিয়াজ হোসেন জয়, যুগ্ম-আহবায়ক মাকছুদুল হাসান রোমান, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এজাজ পাটোয়ারী, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি সহ লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্ধ।