বিএনপি নেতা রবির পদ স্থগিত

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রবিকে দেওয়া হয়েছে।

এদিকে সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিএনপি নেতা রবিউল আলম রবিকে দলীয় পদ স্থগিত করা হয়েছে তিনি জানান, হত্যা মামলার আসামি হওয়ার কারণে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে। রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার প্রতিবেদনে রবির নাম ওঠে আসে।

এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবি। তিনি আবাসন প্রতিষ্ঠানটির মালিক। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

সংবাদটি শেয়ার করুন...

  • পদ স্থগিত
  • বিএনপি নেতা
  • শেখ রবিউল আলম রবি