বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও জেলা বিএনপি’র প্রচার সম্পাদক গাজী মুঃ হাবিব উল্যাহ মানিক অসত্য ও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দীর্ঘ ১৭ মাস কারাবাসের পর কিছুদিন পূর্বে জামিনে ছাড়া পেলেও এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে নতুন নতুন বানোয়াট মামলা দায়ের করে হয়রানী করার ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “দেশের জনগণকে ভীত সন্ত্রস্ত রাখতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগার থেকে মুক্তি লাভের পরেও বিএনপি নেতাকর্মীদেরকে নতুন নতুন মামলায় জড়িয়ে আরো বেশী নাজেহাল ও পর্যদুস্ত করতে নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও জেলা বিএনপি’র প্রচার সম্পাদক গাজী মুঃ হাবিব উল্যাহ্ মানিক বর্তমান সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাকে নতুন নতুন ভুয়া মামলায় ফাঁসানো হচ্ছে। বর্তমান ভয়াবহ দু:শাসনে বাড়ী থেকে বের হয়ে যেকোন মানুষকে যেমন নিরাপদে ঘরে ফিরতে সবসময় আতঙ্কগ্রস্ত থাকতে হয় তেমনি একইভাবে অসত্য ও বানোয়াট মামলায় গ্রেফতারের ভয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে বাড়ীছাড়া হয়ে থাকতে হয়। দেশে যে জুলুমের শাসন চলছে তা থেকে নিস্তার পেতে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়া এখন অত্যন্ত জরুরী।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও জেলা বিএনপি’র প্রচার সম্পাদক গাজী মুঃ হাবিব উল্যাহ মানিক এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে উদ্ভট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণেদিত মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধসহ সকল অসত্য মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন...

  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা