বিলবাওয়ের কাছে হেরে বার্সার বিদায়

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago
বিলবাওয়ের কাছে হেরে বার্সার বিদায়

ক্রীড়া ডেস্ক: মৌসুমের শুরুতেই অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে হেরেছিল বার্সেলোনা। আবারও সেই দলের বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে এমন স্বাদ পেতে হয়েছে কাতালানদের বার্সেলোনা। এরফলে কোপা ডেল রের শিরোপা লড়াই থেকে বিদায় নিতে হয়েছে কিকে সেতিয়েনের শিষ্যদের।

বৃহস্পতিবার সান মামেসে ম্যাচের শেষ দিকের গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বার্সেলোনার। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন ইনাকি উইলিয়ামস।

প্রতিপক্ষের মাঠে খেলা হলেও বল দখলে লড়াইয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। সে হিনেবে আক্রমণের দিক দিয়েও অনেকটাই এগিয়ে ছিল কাতালানরা। কিন্তু দুই অর্ধের কোন সময় কাঙ্ক্ষিত গোলেরে দেখা পায়নি কিকে সেতিয়েনের শিষ্যরা। উল্টো

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল হজম করে দলটি। সে সময় ইবাই গোমেসের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড উইলিয়ামস।

সব প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচে এটি বার্সেলোনার দ্বিতীয় হার, মৌসুমে ষষ্ঠ। গত মাসের শেষ সপ্তাহে লিগে ভালেন্সিয়ার মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা।

সংবাদটি শেয়ার করুন...

  • বিলবাওয়ের কাছে হেরে বার্সার বিদায়