
আব্দুর রাজ্জাক রাজুঃ প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে দরিদ্র কৃষক আয়ূব আলীর ২ বিঘা জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দিল চুনারুঘাট কলেজ ছাত্রলীগ। (২ মে) শনিবার সকাল থেকে সারাদিন তারা চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে কৃষক আয়ুব আলীর ক্ষেতে ধান কাটেন।শুধু তাই নয় ধানের আঠি বাড়িতে পৌছে দেন।
কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার ও মারজান চৌধুরীর নেতৃত্বে ২৫/৩০ জন তরুণের এই উদ্যোগ প্রশংসনীয় ভুমিকা রাখে। তারা বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও বিমান প্রতিমন্ত্রী এড.মাহবুব আলীর অনুপ্ররণা তাদের এ কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছে। করোনা পরিস্থিতিতে যতদিন শ্রমিক সংকট থাকবে তাদের ধান কাটার এ ধারা অব্যাহত রাখবেন বলে জানান।
