রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে আন্দোলনকারীরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের তাদের বাধা দিতে দেখা যায়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেন তারা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বঙ্গভবনের সামনে বিপুল সংখ্যক সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান করছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে আন্দোলকারীদের একটি অংশ তাদের ওপর চড়াও হয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করা হয়। একপর্যায়ে পুলিশ ভ্যানের ওপরও হামলা চালানো হয়। এতে ভ্যানে থাকা পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় আন্দোলকারীদের একটি অংশকে পুলিশ সদস্যদের রক্ষা করার চেষ্টা করতে দেখা যায়। তবে অপর অংশটিকে পুলিশ সদস্যদের ওপর হামলা চালাতে দেখা গেছে।
এর আগে, আজ মঙ্গলবার দিনভর বঙ্গভবনসহ রাজধানীর বিভিন্ন স্থানে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে। ছাত্র-জনতার ব্যানারে বিভিন্ন প্লাটফর্ম এই কর্মসূচি পালন করে। এ সময় রাষ্ট্রপতিকে পদত্যাগে আল্টিমেটাম দেয়া হয়। সন্ধ্যার পর আন্দোলকারীদের একটি অংশ বঙ্গভবনের সামনে অবস্থান নেয়। এছাড়া, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রাষ্ট্রপতির কুশ পুত্তলিকাও দাহ করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভুয়া-ভুয়াসহ একাধিক স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনরতরা হঠাৎ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী- আন্দোলনকারীরা বর্তমানে সেনাবাহিনী ও পুলিশের ব্যারিক্যাডের সামনে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ ব্যারিকেডের উপরে ওঠে নানা স্লোগান দিচ্ছেন।