ভাত দিতে দেরি হওয়ায় স্ত্রীকে মারধর, প্রাণ গেল শাশুড়ির

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

বগুড়ার আদমদীঘিতে জামাইয়ের আঘাতে শাশুড়ির মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ১০ জুলাই সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর ইউপির মিতুইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জোবেদা (৫৮)। অভিযুক্ত জামাইয়ের নাম রাসেল হোসেন (২৭)। বিষয়টি রাত ৯টার দিকে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী।

জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউপির মিতুইল গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী ছালেহা বেগমকে নিয়ে বসবাস করছিলেন জামাই রাসেল হোসেন। বুধবার সকালে রাসেল তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য একটি স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন স্ত্রীকে। এরপর শ্বশুর বাড়িতে দুপুরে খাবার খেতে যান রাসেল। খাবার হতে দেরি হওয়ায় স্ত্রীকে মারধর করেন তিনি। এ সময় তার শাশুড়ি বাধা দিতে গেলে পাতিল নামানোর বেড়ি দিয়ে আঘাত করে রাসেল। বেড়িটি গলার শ্বাসনালীতে লেগে রক্তক্ষরণ হয়। পরে আহত অবস্থায় তাকে নিটকবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত জোবেদার মেয়ে সালেহা বেগম বলেন, ‘আমি অসুস্থ থাকায় অন্য নারীর সংস্পর্শে থাকার চেষ্টা করেন রাসেল। শুধু তাই নয়, মাত্র কয়েকদিন আগেই এক নারীকে উত্যক্ত করার ঘটনায় তাকে নিয়ে সালিশ হয়েছিলো। এসব নিয়ে কথা বললেই রাসেল আমাকে নির্যাতন করতেন। রাসেল আমার মাকে হত্যা করে আমাকেও বাঁশের লাঠি দিয়ে মারপিট করেন। সেই সঙ্গে রাসেলের মা জোলেখা বেগমও আমাকে বেধড়ক পিটিয়েছেন।’

ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখান থেকে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন...

  • জামাইয়ের আঘাত
  • বগুড়ার আদমদীঘি
  • শাশুড়ির মৃত্যু
  • স্ত্রীকে মারধর