স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শাকিল অহমেদ নওরোজ করোনার আতংকে ঘরবন্দী দরিদ্র দিনমজুর কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি ব্যাক্তিগত উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে কুলি, নরসুন্দর, মুচি সম্প্রদায়ের চার শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন। করোনা সংক্রমন মোকাবেলায় শাকিল অহমেদ নওরোজ এর এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার মানুষ।
এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
এ খাদ্য সহায়তা বিষয়ে শাকিল আহমেদ নওরোজ বলেন, করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের কর্মহীন অসহায় মানুষের আয় রোজগার বন্ধ। এমন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষ হিসেবে তাদের পাশে থেকে ৩/৪ ধাপে নিম্ন আয়ের কয়েক হাজার মানুষকে তিনি এ সহায়তা দিচ্ছেন। তিনি আরও বলেন, আমার এ খাদ্য সহায়তা অব্যহত রাখব।
এ খাদ্য সহায়তাকে স্বাগত জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা উর্মি ভৌমিক তিনি এ দুর্যোগে সমাজের বিত্ত¡বানদের এগিয়ে আসার আহ্ববান জানান।