স্টাফ রিপোর্টারঃ করোনা থেকে ফিরে আসা ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ইলিশাবাজারের পল্লী চিকিৎসক রাজিব চন্দ্র মন্ডল বলেছেন, মনোবল শক্ত রাখা এবং নিজেকে মানসিক চাপ মুক্ত রাখাই করোনা থেকে সুস্থ হওয়ার অন্যতম উপায় ৷ তিনি আরো জানান, করোনায় আতঙ্কিত হওয়ার কিছু নাই, নিজে সচেতন হয়ে নিয়মিত স্বাভাবিক ঔষুধ সেবন করলেই সুস্থ হয়ে উঠা যায়।
বৃহস্পতিবার দুপুরে করোনা থেকে সুস্থ হওয়া রাজিব চন্দ্র মন্ডলের বাড়ীতে গিয়ে তার হাতে ফুল ও উপহার হিসেবে ফল দিয়ে বরণ করার সময় ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন ও তেতুলিয়া সামাজিক সংঘ এর সদসস্যদের সাথে তার করোনায় আক্রান্ত হওয়া ও এ থেকে সুস্থ হয়ে ফিরে আসার বিভিন্ন দিক শেয়ার করার সময় এসব কথা বলেন তিনি ৷
এসময় করোনা যোদ্ধা রাজিব চন্দ্র মন্ডল আরো বলেন, আমি শুরু থেকে করোনার আলামত দেখে সদর হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে এসেছি, এর পর ২৯ তারিখে সিভিল সার্জন ফোন দিয়ে বলেছেন আমার রিপোর্ট পজেটিভ, এর পর উপজেলা নির্বাহী অফিসারসহ এসে বাড়ী লকডাউন করে দিয়েছেন।তবে করোনা যোদ্ধা রাজিব বলেন, স্বাস্থ্য বিভাগ যে ভাবে আমাদের খোজখবর নেওয়ার কথা সেই ভাবে নেয়নি, আমি সচেতন মানুষ তাই নিজের চিকিৎসা নিজে করেছি কিন্তু একজন অসচেতন লোক আক্রান্ত হলে কি অবস্থা হইতো?
পরিশেষে তিনি তার পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সবার প্রতি কৃতজ্ঞতা জানান, এবং দুঃখপ্রকাশ করে বলেন আমাদের সমাজে এমন অমানবিকতা যে করোনা মনে হয় কেউ ডেকে নিয়ে এসেছে, একজন আক্রান্ত রোগী এবং তার পরিবার কে সাহস আর অনুপ্রেরণা দিলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে, সমাজ আর জাতী উপকৃত হবে।
এ সময় স্থানীয় ইউপি সদস্য লোকমান পাটোয়ারি, স্বাস্থ্য সহকারী আবদুল মালেক, রাজিব চন্দ্র মন্ডলের বাবা ডাক্তার নারায়ন চন্দ্র, বড় ভাই জোটন চন্দ্র মন্ডল, বিপুল চন্দ্র, ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক ইয়ামিন হাওলাদার, সদস্য মোঃ রাছেল, মনির হোসেন, সোহেল, রাফসান এবং তেতুলিয়া সামাজিক সংঘের সভাপতি সাজেদুল ইসলাম সিয়াম, যুগ্ম আহ্বায়ক জেএম. মমিন, সাধারন সম্পাদক রাকিবুল হাসান, আফনান, সিক্ত সুজন, প্রমুখ উপুস্থিত ছিলেন।