মহাখালীতে রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে মহাখালীতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, দুপুর দুইটার কিছু আগে শিক্ষার্থীরা অবরোধ করেন বলে শুনেছি। তবে এখনও কোনো ট্রেন আটকে পড়ার সংবাদ আসেনি। মঙ্গলবার সকাল থেকেই সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজধানীর সাইন্সল্যাব মোড়, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্যবাড্ডা থেকে শুরু করে নদ্দা, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী সড়কসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কোটাবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে সড়কগুলোতে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

সংবাদটি শেয়ার করুন...

  • টা সংস্কার আন্দোলনকারী
  • দেশের রেল যোগাযোগ বন্ধ
  • মহাখালী
  • রেললাইন অবরোধ