
দ্বীপ জেলা ভোলার প্রথম অনলাইন ও দৈনিক ভোলাটাইমস পএিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলী জিন্নাহ (রাজিব) এর নামে করা মাদক ব্যাবসায়ীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে সসম্মানে জামিন লাভ।
ইয়াবা সম্রাট রনি’র বিরুদ্ধে গত ১৫ই জানুয়ারি দৈনিক ভোলাটাইমস পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর ভোলায় পুলিশ মাদক বিরোধী অভিযানের জন্য তাদের দক্ষতায় ইয়াবা সম্রাট রনি কে আটক করতে সক্ষম হন, যার পরিপ্রেক্ষিতে রনির সহযোগীরা ক্ষিপ্ত হয়ে দৈনিক ভোলাটাইমস পত্রিকার অফিসে হামলা চালাতে আসলে পুলিশের উপস্থিতিতে সম্পাদক তাদেরকে বাধা প্রদান করলে পত্রিকার সম্পাদকের উপর হামলা চালায় পুলিশ কে উপেক্ষা করে। এ সময় পত্রিকা অফিসে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও ক্রিয়া ব্যক্তিত্ব মো: টুটুল, খেলোয়ার শান্ত, খেলোয়ার মানবেনদ্র লিটন ।
মাদক ব্যাবসায়ীরা আলী জিন্নাহ রাজিব এর বাসায় হামলা চালানোর পর উক্ত মাদক ব্যবসায়ীরা এবং ঐ সকল মাদক বিক্রেতাদের পিছন থেকে পৃস্ঠপোষক করা কিছু অসাধু সাংবাদিক নামদারী ব্যক্তিদের সহায়তায় মিথ্যা, উদ্দেশ্যমূলক, পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক ও ভিওিহীন মামলা দায়ের করে মাদক ব্যাবসায়ীরা । উক্ত মামলা নং- ৪১ । ২৪/২/২০১৯ইং তারিখে ষড়যন্ত্রমূলক, পরিকল্পিত, মিথ্যা ও ভিওিহীন এই মামলার বিরুদ্ধে আলী জিন্নাহ রাজিব,ভোলার চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এর মহামন্য বিচারিক আদালত মামলায় উল্লেখ্য তথ্য, প্রমানের সাথে অভিযুক্ত ব্যাক্তি মোঃআলী জিন্নাহ রাজিব এর কোন প্রকার সংশ্লিস্টতা না পাওয়ায় এবং তার পেশাগত ও সামাজিক অবস্থান বিবেচনা করে তার সসম্মানে জামিন মঞ্জুর করেন।
