স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার দক্ষিনখান এলাকার এইচ এম আমান গাজাঁসহ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত। একের পর এক প্রশাসনের কাছে মুছলেখা দেওয়ার পরও বন্ধ হয়নি তার মাদক ব্যবসা। তার ও তার স্ত্রী নিলুর রহস্য ঘেরা প্রতারনা সিনেমাকেও হার মানায়।
অভিযোগ রয়েছে, গত চলতি বছর ১৩ জুলাই দক্ষিনখান কাঠালতলা এলাকায় রাত আনুমানিক-১১ টায় দিকে পুলিশ গ্রেপ্তার করেন পরে আর কোন দিন সাংবাদিকতা করবেন না বলে মুছলেখা দিলেন আমান নিলু দম্পত্তি। বিগত কয়েক বছর ধরে সে ধুমছে ব্যবসা করে যাচ্ছে।
জানা গেছে, বিভিন্ন নামসর্বস্ব পত্রিকার সাংবাদিকসহ এলাকার কিছু বখাটে সহযোগে সে একটি মাদক ব্যবসায়িক সিন্ডিকেট গড়ে তুলছে। আমানের বিরুদ্ধে নোয়াখালী ও সিলেট সহ ও রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এ ছাড়াও তাদের সঙ্গী আরেক মাদক ব্যবসায়ী আলোকিত সকাল পত্রিকার সম্পাদক ইয়াবা সহ গ্রেফতার হয়ে জেল হাজতে আটক আছে। তার সাথে আমানের সম্পৃক্ততার গুঞ্জন রয়েছে দক্ষিনখান এলাকায়।
ঢাকা রেলওয়ে থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সাব ইন্সপেক্টর মোঃ আলী আকবর আমানকে গত ২০১৫ সালে ১১ ডিসেম্বর ৫ কেজি ১০০ গ্রাম গাজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে আমানের বিরুদ্ধে মামলা হয়। যার মামলা নং ২২৫, তারিখঃ ৩১/১২/২০১৫ইং। তিনমাস হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে আবারও পূর্বের ব্যবসায় জড়িয়ে পড়ে আমান। তার এসব কাজে সার্বক্ষনিক সঙ্গ দেয় তার ২য় স্ত্রী নিলু।
নিলু এলাকায় ভয়ঙ্কর হিসাবে চিহ্নিত এবং এই সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য। মাদক ব্যবসার পাশাপাশি লেডিগ্যাং সিন্ডিকেট ও চাদাঁবাজীসহ অনেক অর্পকর্মের হোতা। তিনি ফরিদপুরে ভুয়া পিলারের ব্যবসা করতে গিয়ে পাবলিকের হাতে গনধোলাই খেয়েছিলেন। এই সিন্ডিকেট অভিনব উপায়ে চাদাঁবাজী করে থাকে।
আমান ও তার সহযোগীরা কোন ব্যক্তিকে টার্গেট করে তার তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরবর্তীতে আমান সিন্ডিকেট রাত্রিবেলা হানা দেয় তার বাড়িতে। কখনো সাংবাদিক পরিচয়ে কখনো পুলিশ পরিচয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে টাকা দাবী করে। টাকা না দিলে তাকে বিভিন্ন রকমের হুমকি দেয়। কখনো নিউজ করার হুমকি দেয় আবার কখনো প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এই সিন্ডিকেটের নিকট জিম্মি দক্ষিণখানবাসী।
আমান ও তার এই সিন্ডিকেট প্রায় কয়েক দিন পূর্বে রাত ১১ টায় এমনিভাবে একদিন হাজির হয় দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় জনৈক কাদিরের বাড়িতে। কাদিরকে ভুয়া ঔষধ ব্যবসায় জড়িত বলে ৯০ হাজার টাকা দাবী করে। এর কিছুদিন পূর্বে আমানের স্ত্রী নিলু কাদিরের নিকট হতে একইভাবে ২৬ হাজার টাকা নিয়ে গেছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে। এবার কাদির টাকা দিতে অস্বীকার করায় হৈচৈ শুরু হয়। এতে প্রায় শতাধিক লোক জড় হয়। এলাকাবাসী আমান, নিলুসহ ৪ জনকে আটক করে টহল পুলিশের নিকট সোপর্দ করে। আমানরা টহল পুলিশের নিকট সাংবাদিক পরিচয় দিয়ে হাতেপায়ে ধরে মুচলেকা দিয়ে ছাড়া পায় বলে জানা যায়। এর পরের দিন কাদিরের নিকট ১ লক্ষ ২০ হাজার টাকা দাবী করে। কাদির টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে নিউজ করে। তাতেও টাকা প্রাপ্তি না হওয়ায় গত ০৯/১০/১৭ইং তারিখে রাতে বাসায় এসে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে জানা যায়।
এ ব্যাপারে দক্ষিণখান থানায় কাদির জিডি করেন, জিডি নং-৫৯০, তারিখঃ ১০/১০/১৭ইং। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন স্থানীয় প্রবীণ ব্যক্তি মুক্তিযোদ্ধা ফারুকের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঐদিন আমার বাসার কাছে এত রাতে চেচামেচির শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। আমি উঠে ঘটনাস্থলে এসে দেখি, প্রায় শতাধিক লোক সেখানে জড় হয়। তারা বলে-এরা চাদাবাঁজ, এরা ভুয়া সাংবাদিক, ইত্যাদি, ইত্যাদি। পরে টহল পুলিশের হাতে তাদেরকে সোপর্দ করা হয়। ওরা পত্রিকায় লিখেছে-আমি নাকি কাদিরের অবৈধ ঔষধ ব্যবসায় শেল্টার দেই। কাদিরের ব্যবসার সহিত আমার কোন সম্পর্ক নাই। পিবিআই ইন্সপেক্টর সফিকুল ইসলামের বাসা ঘটনাস্থলের কাছেই। তিনিও তখন সেখানে উপস্থিত ছিলেন। তার নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এত রাতে চেচামেচির শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে এসে দেখি সেখানে প্রায় শতাধিক লোক ঝটলা। কি হয়েছে জিজ্ঞেস করলে উপস্থিত লোকজন জানালেন-কয়েকজন ভুয়া সাংবাদিক ধরা পড়েছে, তারা চাদঁবাজী করতে এসেছিল। পরে টহল পুলিশের হাতে তাদেরকে সোপর্দ করা হয়। ওরা পত্রিকায় আমার নামে যা লিখেছে-তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। কাদিরের ব্যবসার সহিত আমার কোন সম্পর্ক নাই।
এ ব্যাপারে ঘটনাস্থল সংলগ্ন বাড়ির মালিক সেলিম বলেন, আমার নামে পত্রিকায় লিখছে আমি নাকি তাদের পত্রিকা ছিড়ে ফেলেছি এবং মারধর করেছি। ঐদিন আমি আমার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গাতে ছিলাম তাহলে আমি কিভাবে ওদেরকে মারধর করলাম। এসব গন্যমান্য ব্যাক্তিদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে কার এজেন্ডা বাস্তবায়ন করছে?
আমানকে গ্রেফতারকারী ঢাকা রেলওয়ে থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সাব ইন্সপেক্টর মোঃ আলী আকবর বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এরা এ পেশাকে কলুশিত করেছে। আপনারা এদের বিরুদ্ধে সোচ্চার হন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সহকারী কমান্ডার মোতাহার আলী বলেন, ঘটনাস্থলের কাছেই আমার বাড়ি। ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। এসব ভুয়া সাংবাদিকরা চাঁদাবাজি করতেই এসেছিল। এলাকার যাদের বিরুদ্ধে যে নিউজ করেছে তা সবই মিথ্যা বানোয়াট।
কে এই আমান?
নোয়াখালী জেলার চাটখিল থানার মনোহরপুর গ্রামের আব্দুল গনি পাটোয়ারীর পুত্র আমান। একসময় সৌদিআরবে শ্রমিক হিসাবে কাজ করত সে। পরবর্তীতে দেশে এসে রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগান এলাকায় মুদি দোকান দেয়। অনেককে সৌদি ভিসা দেবার নাম করে টাকা নিয়ে প্রতারনা করে। পরবর্তীতে এলাকার লোকজন সালিশ বৈঠক করে তার দোকান নিয়ে নেয় এবং ঐ এলাকা হতে তাড়িয়ে দেয়। এরপর সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক ব্যবসাকে নির্বিঘ্নে করতে সে সাংবাদিকতার কার্ড কেনে। সাংবাদিকতার নামে চাদাঁবাজী ও ব্লাকমেইলিং করে। সে কাউকে কোন কার্ড, বাসার ঠিকানা বা মোবাইল নাম্বার পর্যন্ত দেয় না। তার ১ম স্ত্রী সন্তানসহ নোয়াখালীতে থাকেন।এ ব্যাপারে আমান ও নিলুর মুঠোফোনে বারবার চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায় নি।