
মোঃ ফয়সাল আহমেদ রাজ: নেত্রকনার কেন্দুয়া উপজেলার শারিরীক প্রতিবন্ধী আবুল কাশেম কে একশত হাস কেনার জন্য দশ হাজার টাকা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার সাধারণ সম্পাদক মোল্যা নিউটন। তিনি এই উদার কাজ করে মানবতার এক দৃষ্ঠান্ত সৃষ্টি করেছেন বলে অনেকেই মনে করেন।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঘোষণার পর বৃহস্পতিবার দুপুরে আবুল কাশেমের বিকাশ নাম্বারে দশ হাজার টাকা পাঠান তিনি।
নিউটন মোল্লা বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্ট্যাটাস দেখে তার সঙ্গে যোগাযোগ করি। তার পরামর্শে ব্যক্তিগত উদ্যোগে আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করে দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাই। পরবর্তীতে আবুল কাশেমের সাথে যোগাযোগ করলে জানান যে, নিউটন আমাকে এক শো হাস কেনার জন্য দশ হাজার টাকা বিকাশ নাম্বারে পাঠিয়েছে।
আবুল কাশেম আরো জানান, নিউটন ছাড়াও আরো অনেক ছাত্রলীগের নেতা আমাকে হাস কিনতে টাকা পাঠিয়েছেন। আমি ছাত্রলীগের সকল নেতাদের প্রতি খুশি, তারা আমার বিপদের সময় নিজের সন্তানের মত পাশে দাড়িয়েছে।
তদন্ত চিত্র গনমাধ্যমটি সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিফাত সরদারের কাছে মোল্যা নিউটন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মোল্যা নিউটন ভাই ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে এত ধারণ করেন যে, তিনি বঙ্গবন্ধুর ন্যায় নিজেকে ছাত্র সমাজ ও অনাথ এবং অসহায়দের তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে তাদের পাশে দাড়ান। তার উজ্জ্বল দৃষ্টান্ত আবুল কাশেম চাচাকে ১০০ হাস কিনতে অর্থ দেওয়া।
এছাড়াও তিনি ছাত্র/ছাত্রীদের যে কোন সমস্যার কথা শুনলে সাথে সাথে সেই ছাত্র বা ছাত্রীর সাথে ও তার অভিভাবকের সাথে কথা বলে তার সমস্যা দুর করার যথাযথ চেষ্টা চালান।
পরিশেষে ছাত্রলীগ নেতা রিফাত সরদার বলেন নিউটন ভাই একজন মানবিক হ্নদয়ের অধিকারী। তিনি যে কোন বিপদের কথা শুনলে নিজের জীবন কে বাজি রেখে বিপদ কে মোকাবেলা করেন।
আমরা নিউটন ভাই কে নিয়ে গর্ব বোধ করি যে, তার সাথে থেকে রাজনীতি করতে পারছি।
