মানবিক সংগঠন শাহবাজপুর ভোলা’র উদ্যোগে ইফতার

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৪ years ago

ফয়জুল বারী, ভোলা প্রতিনিধিঃ মানবিক সংগঠন শাহবাজপুর ভোলা’র উদ্যোগে ইফতার ও রাতের খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। গতকাল ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের দারুস সালাম মাদ্রাসায় এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার ও রাতের আহার কর্মসুচি পালিত হয়েছে।

দারুস সালাম মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালক মাওলানা আমির হোসাইনের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবিক সংগঠন শাহবাজপুর ভোলা’র প্রধান সমন্বয়কারী মোঃ নবির হোসেন।

এছাড়া উক্ত সংগঠনের সদস্য মোঃ এছহাক ফরাজি, মোঃ নাহিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারপূর্ব মোনাজাতে মানবিক সংগঠনটি যেন তাদের মানবিক কার্যক্রম আরো ভালভাবে চালিয়ে নিতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করতে পারে সে ব্যাপারে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন...