মালানের দারুণ সেঞ্চুরিতে ঘরের মাঠে তরী ডুবল টাইগারদের । তাতে ঘরের মাটিতে নিজেদের প্রত্যাশা পূরণ হলো না লাল-সবুজের প্রতিনিধিদের। শান্তর ফিফটিতে বাংলাদেশের ২০৯ রানের পুঁজি ৮ বল আগে পেরিয়ে যায় সফরকারীরা।
পরিস্থিতির দাবি মিটিয়ে শুরুতে সময় নেওয়া মালান পরে আগ্রাসী হয়ে অপরাজিত থাকেন ১১৪ রানে। ১৪৫ বল খেলে তিনি মারেন ৮ চার ও ৪ ছক্কা। ওয়ানডেতে তার এটি টানা দ্বিতীয় শতক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিম্বার্লিতে সবশেষ ম্যাচও সেঞ্চুরিতে রাঙিয়েছিলেন তিনি। এ দিন চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে ডেভিড মালান দলকে জয় উপহার দিলেন।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ৪৮.৪ ওভারে ২১২/৭ (বাংলাদেশ ২০৯)