মুখোশধারী বেঈমান

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৫ years ago

“নীগার সুলতানা ইয়াসমীন”

যুগে যুগে দেশ ও পরিবারে মীর জাফর
ঘসেটি বেগমদের জন্ম হয়।
মুখোশধারী বেঈমানরা হেসে হেসে জড়িয়ে ধরে
পেছনে গোপনে আলোতে নয় আধাঁরে কাজ করে।

কিন্তু তারা জানে না তাদের বিপরীতে
জন্ম গ্রহন করা উত্তম মানুষের সংখ্যা বেশী।
অপরকে ঠকিয়ে যে রাজত্ব তা ক্ষনিকের
কিংবা অন্যের হককে নিজেদের মনে করে
ভক্ষন করা জলন্ত আগুন গিলে খাওয়া।

একদিন লোভের লিপ্সার পরিনতি হবে,
অধমরা নিজেরাই নিজেদের সাথে লড়াই
করে কেউ পাগল, কেউ বেওয়ারিশ লাশ
হয়ে পথে পরে থাকিবে, কারো দূষিত রক্ত
পুঁজে পরিনত হয়ে দূর্গন্ধ ছড়াবে আকাশে
বাতাসে পাশে থাকিবেনা কেউ।

অভিশপ্ত হবে বেঈমানদের দল আজ নয় কাল।
পালাবদলের খেলায় ভাল আত্নার জয় হউক
নোংরা আত্নার বিনাশ ঘটুক হে আমার রব। আমিন।

সংবাদটি শেয়ার করুন...