মোহাম্মদপুর কাউন্সিলর রাজীবের নির্দেশে আওয়ামী লীগের দুই কর্মীকে কুপিয়ে জখম

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

রাজনৈতিক কোন্দলে মোহাম্মাদপুর চরম উত্তেজনা বিরাজ করছে বেশ কিছুদিন ধরেই। সাবেক এমপি জাহাঙ্গির কবির নানক ও বর্তমান এমপি সাদেক খানের লোকজন গত নির্বাচনের আগ থেকেই গ্রুপিং সৃষ্টি হয়। নির্বাচন শেষ হয়ার পর গ্রুপিং আরো চরম আকারে ধারণ করে। সাবেক এমপি নানকের কথিত পুত্র ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব সিন্ডিকেটের লোকজন বর্তমান এমপি সাদেক খানের লোকজনের উপর অর্তিকিত হামলা চালায়। মোহাম্মদপুর ঢাকা উদ্যান ১নং রোডে ইয়াসিন আহমেদ হান্নানের বাসার সামনে হান্নান ও টুটুল দুজন কথাবার্তা বলার সময় হঠাৎ করে ২০/২৫ জন সন্ত্রাসী এসে হত্যার উদ্দেশ্যে দুজনকে চাপাতি ও রাম দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে এবং পিস্তল এর বাট দিয়ে আঘাত করে। তাদের অস্ত্রের আঘাতে হান্নান ও টুটুল দুজনই মারাত্মকভাবে জখম হন এবং চিৎকার শুনে আসে পাশের মানুষ জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যান। সাথে সাথে এলাকাবাসী তাদের দুজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। হান্নানের অবস্থা আশঙ্কাজনক। এলাকার মানুষের জবানবন্দিতে জানা যায় এই সকল সন্ত্রাসীরা সবাই ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব এর লালিত এবং অনুসারী। এলাকাবাসী এই ঘটনার কঠিন শাস্তি দাবি করে। চিকিৎসা শেষে টুটুল মোহাম্মাদপুর থানায় তাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সুত্র মতে হান্নান এবং টুটুল দুজনেই আদাবর থানা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক।

সুত্রে জানা গেছে, রাজীবের অবৈধ কাজে বাধা দেয়া আওয়ামী লীগের এই দুই কর্মীর উপর হামলা করে কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব বাহিনী। ইতিমধ্যে তার বাহিনীর দুই জনকে পুলিশ গ্রেফতারও করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান মোহাম্মাদপুর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন...