আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার ৩২ জন পাইলট একটি ‘গোপন মিশনে’ কাজ করতে যুক্তরাজ্যে গেছেন।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়া এ মিশন নিয়ে মুখ খুলল।
দেশটির স্থানীয় পত্রিকাগুলো পাইলটদের ‘গোপন মিশনে’ যুক্তরাজ্যে যাওয়া নিয়ে বৃহস্পতিবার ফলাও করে সংবাদ প্রকাশ করে।
অস্ট্রেলিয়ার এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, একটি ড্রোন প্রকল্প নিয়ে কাজ করতে যুক্তরাজ্যে যাচ্ছে দেশটির এসব পাইলট।
এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে কাজ করছেন। তবে তারা কোনো মিশন নিয়ে কাজ করছে, তা জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে— এসব পাইলট ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সঙ্গে সিরিয়া ও ইরাকে মার্কিন ড্রোন পরীক্ষা নিয়ে কাজ করছে।
অস্ট্রেলিয়া ব্রিটেন থেকে তাদের এমকিউ-৯বি মডেলের ড্রোন কিনতে চায়। এ জন্য তারা যুক্তরাজ্যের সঙ্গে ১৩০ কোটি মার্কিন ডলারের একটি সামরিক চুক্তি করতে যাচ্ছে।
সূত্র: আনাদোলুর।