যুক্তরাষ্ট্রের কাছে হেরে যে আক্ষেপ শান্তর

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে চমকে দিল যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়ে সিরিজের মতো বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখা গেল যুক্তরাষ্ট্রের বিপক্ষেও। হিউস্টনে গত রাতে অঘটনের শিকার হওয়ার পর নাজমুল হোসেন শান্ত উইকেটের দোষ দেখছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলেছে চট্টগ্রাম ও মিরপুরে। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও দেশের উইকেটের দায় দেন শান্ত। জিম্বাবুয়ে সিরিজ শেষে বাংলাদেশ এখন খেলছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। হিউস্টনে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ১৫৩ রান।

সেই রান তাড়া করে যুক্তরাষ্ট্র জিতেছে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে। হোঁচট খাওয়ার পর শান্ত কথা বললেন একই সুরে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেট পাইনি। ব্যাটাররা তাই খুব ভুগছে। তবে এগুলো সবই মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা শিগগিরই ফর্মে ফিরবে।’

প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৩৪ রান তুলে ফেলে। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একপর্যায়ে এশিয়ার দলটির স্কোর হয়ে যায় ১১.২ ওভারে ৪ উইকেটে ৬৮ রান। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার দুই অঙ্ক পেরোলেও শান্ত ও সাকিব এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। ১১ বলে ৩ রান করেন শান্ত। সাকিব করেছেন ১২ বলে ৬ রান। ভালো শুরুর পর সেটা ধরে রাখতে না পারার আক্ষেপ শান্তর, ‘ব্যাটিংটা ভালো করিনি। শুরুটা ভালো করেছিলাম। তবে মাঝামাঝি পর্যায়ে দুই উইকেট হারিয়ে ফেলি। আমার মতে আরও ২০ রান বেশি করতে পারলে স্কোরটা দারুণ হতো।’

দলের এমন হারে ব্যাটিংকে দুষলেন অধিনায়ক শান্ত, ‘আমরা ভালো ব্যাট করতে পারিনি। আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু মাঝের ওভারগুলোতে কয়েকটি উইকেট হারিয়ে ফেলি। তাই আমার মনে হয় আরও ২০ রান যদি করতে পারতাম তাহলে ভালো একটি সংগ্রহ হতো।’

ব্যাটারদের সংগ্রাম নিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় না মনোভবে কোনো ভুল ছিল। আমরা ভালো উইকেটে খেলিনি এমনকি জিম্বাবুয়ে সিরিজেও না। তাই ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে।কিন্তু এটা মানসিক ব্যাপার তাই আমি আশা করছি ব্যাটাররা তাদের ফর্মে ফিরে আসবে। আমাদের স্পিনাররা দারুণ বল করেছে। শেষ ২-৩ ওভারে আমাদের পেসাররা তাদের পরিকল্পনা কাজে লাগাতে পারেনি। আশা করছি পরের ম্যাচগুলোতে দারুণ প্রত্যাবর্তন করবে তারা।’

 

সংবাদটি শেয়ার করুন...

  • নাজমুল হোসেন শান্ত
  • যুক্তরাষ্ট্র বাংলাদেশ সিরিজ