রহস্যজনক বিস্ফোরণে রিয়াজানে নিহত ২০

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ৩ মাস আগে

রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি কারখানায় গত সপ্তাহে ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এছাড়া আরও ১৩৪ জন আহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় জরুরি সেবাদানকারী কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ শুক্রবার জানান, ওই বিস্ফোরণের সূত্রপাত হয় কারখানার ভেতরের একটি ওয়ার্কশপে হঠাৎ আগুন লাগার কারণে। তবে আগুন কীভাবে লাগলো বা কারখানাটিতে ঠিক কী উৎপাদন হতো, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি রাশিয়ার সরকারি গণমাধ্যম।

সরকারি সূত্র শুধু আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে তথ্য দিয়েছে। স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থা টেলিগ্রামে পোস্ট করে জানায়, “১৮ আগস্ট পর্যন্ত এই জরুরি পরিস্থিতিতে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট ১৩৪ জনের বেশি। এদের মধ্যে ৩১ জন রিয়াজান ও মস্কোর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, আর ১০৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন...

  • বিস্ফোরণে
  • রহস্যজনক মৃত্যু