ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির সাজেক সড়কের বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালি অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে সাজেক ভ্রমণে আসা পর্যটক আটকে পড়েছে।.
মঙ্গলবার (২০ আগস্ট) থেকে মাইনি ও কাচালং নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে যায় সড়কগুলো। এদিকে বুধবারও বৃষ্টি অব্যাহত থাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সাজেক সড়কের কবাখালি, বাঘাইহাট বাজার ও মাচালং বাজারসহ একাধিক অংশ ৫ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে করে সড়কটিতে পর্যটকবাহী যানবাহনসহ সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে ১৭টি জিপ, অটোরিকশা ও মোটরসাইকেলযোগে দুই শতাধিক পর্যটক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। এতে যারা বেড়াতে এসেছিলেন, তারা সবাই আটকা পড়েছেন।
নতুন করে কোনো পর্যটক সাজেকে যেতে পারেননি। দীঘিনালার কবাখালিতে আটকা পড়া পর্যটক আমিনুল ইসলাম বলেন, আমরা ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছি। বন্যার খবর জানতাম না। এখন আটকা পড়েছি। সড়কের দুই তিন জায়গায় পানি উঠেছে। এত দূর বাইক জার্নি করে আসার পর সাজেক যেতে পারছি না। আজ দীঘিনালায় অবস্থান করব। পানি কমলে কাল সাজেক যাব।
সাজেক রির্সোট মালিক সমিতির সভাপতির দাবি গতকাল সকালে কিছু গাড়ি প্রবেশ করেছে এবং গত পরশু কোন গাড়ি বের হতে পারেনি। সব মিলে প্রায় দুই শতাধিক পর্যটক আটকা পড়ে আছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, সাজেক সড়কের বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালি অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক। সড়ক থেকে পানি কমে গেলে তাদের ফিরিয়ে আনা হবে।