রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪৫

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago
রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪৫

ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করে।

ডিএমপি মিডিয়া সেন্টারের এডিসি মোঃ আবু আশরাফ সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফ সিদ্দিকী বলেন, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ২৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৯ গ্রাম হেরোইন, ১ কেজি ৪২১ গ্রাম গাঁজা, ৩২ ক্যান বিয়ার ও ২৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি বলেন, ০৯ ফেব্রুয়ারি, সকাল থেকে আজ সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এই কমকর্তা।

সংবাদটি শেয়ার করুন...

  • রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪৫