
ঢাকার পল্লবীতে নিজ বাসায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। শনিবার পল্লবী থানাধীন সাগুফতা এম এন হাউজিং ব্লক-বির একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঘাতক মোখলেছুর রহমানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টুংগীবাড়ির মারিবালয় গ্রামে। পল্লবীতে স্ত্রীসহ ভাড়া বাসায় থাকতেন তিনি। তাদের সংসারে একটি মেয়ে রয়েছে। যিনি সরকারি চাকরি করেন। হত্যার ঘটনায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ওই নারীকে এমএন হাউজিংয়ের একটি বাসায় বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তার স্বামী মোখলেছুর রহমান তাকে হত্যার পর তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন।’
তিনি আরও বলেন, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন মোখলেছুর রহমান। প্রাথমিক তদন্তে এমনটাই জানা গেছে। ঘাতক মোখলেছুর পুলিশ হেফাজতে রয়েছেন জানিয়ে ওসি নজরুল ইসলাম বলেন,‘ পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
