
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ধনতলা সীমান্তের কাটাঁতারের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত শ্রী জয়ন্ত কুমার সিংহের (২৩) মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সীমান্তের ৩৯৩ মেইন পিলার সংলগ্ন এলাকায় বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পুলিশ আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করেন।
সিলেটের স্বর্ণা দাসের পরে গত সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নিতহ হয়। এ সময় তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, সোমবার গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিংগাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) ভারতের অভ্যন্তরে গুলি বৃদ্ধ হয়ে নিহত হয়। সে বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।
এ বিষয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে আমরা তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করি।
