সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া। এরইমধ্যে শনিবার ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চারশিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া
জেলেনস্কি আরো বলেন, জাপোরিঝিয়ার আঞ্চলিক কেন্দ্রের কাছের ভিলনিয়ানস্ক গ্রামে মৃতের সংখ্যা বাড়তে পারে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো বলেছেন, জাপোরিঝিয়া শহরের মূল শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ভিলনিয়ানস্কে চার শিশুসহ ১৮ জন আহত হয়েছেন। গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, রাশিয়া এমন একটি স্থানে হামলা করেছে যেখানে স্থানীয় মানুষেরা তাদের অবসর সময় কাটাচ্ছিলেন। সেখানে কোনো সামরিক অবকাঠামো ছিল না।
এছাড়া ইউক্রেনের কর্মকর্তারা এদিন দেশটির পূর্বাঞ্চলের একটি গ্রামে রুশ হামলায় চারজন নিহত ও ২৩ জন আহতের খবর জানিয়েছিল। অন্যদিকে, কেন্দ্রীয় শহর ডিনিপ্রোতে একইদিনে একটি নয়তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১২জন আহত হন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর ডিনিপ্রো শহরে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন করে আসছে রাশিয়া। মস্কো বেসামরিকদের নিশানা করার কথা অস্বীকার করলেও যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।