
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন হয়েছে। এদিন শেয়ারবাজারটিতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৩৯৮টি কোম্পানির। লেনদেনের শীর্ষে ছিল সি পার্ল হোটেল।
রোববার (২৩ জুন) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা গেছে।
এদিন সি পার্লের ২০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতেই লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির ১৯ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে ওরিয়ন ফার্মা। এছাড়া যথাক্রমে ১৪ কোটি ৪০ লাখ ৭৯ হাজার ও ১২ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বীচ হ্যাচারি ও ওরিয়ন ইনফিউশন। শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় এদিন আরও ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ, রূপালী লাইফ ইন্সুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।
