ইকবাল আহমেদ, লাকসাম প্রতিনিধি: ‘‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙ্গিন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালী, শিশু সমাবেশ, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.কে.এম সাইফুল আলমের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (বিনা প্রতিদ্বন্দিতায়) এডভোকেট ইউনুছ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান (বিনা প্রতিদ্বন্দিতায়) মহব্বত আলী, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপজেলা পর্যায়ে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রত্যেক বিজয়ী প্রতিযোগীদের হতে পুরস্কার তুলে দেন।